
Endometriosis: Causes and Symptoms

(Lt Col) Dr. Leena N Sreedhar
Oct 22, 2020
মহিলারা সারা জীবনে বিভিন্ন জৈব ও মনস্তাত্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে যান, সন্তানধারণও তার মধ্যে একটি। অবস্ট্রেটিক্স ও গাইনিকোলজি বিভাগে মহিলা ও শিশুদের স্বাস্থ্যের সমস্ত দিকের উন্নত ও সামগ্রিক চিকিৎসা ও পরিষেবা প্রদান করা হয় এক বহুবিভাগীয় পদ্ধতিতে।
মনিপাল হসপিটাল যেকোন মহিলা স্বাস্থ্য সমস্যার সেরা সামগ্রিক সমাধান প্রদান করে। আমাদের এখানে আছেন দ্বারকা, দিল্লীর সেরা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা, যারা মহিলাদের সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। 2018 সালের জানুয়ারি মাসে স্থাপন হওয়া মনিপাল হসপিটাল হল দ্বারকা, দিল্লীর সেরা অবস্টেট্রিক্স ও গাইনিকোলজি হসপিটাল, যেখানে দ্বারকা তার আশেপাশের সবথেকে অভিজ্ঞ ও প্রসিদ্ধ ডাক্তারদের নিয়ে এই ওবিজি টিম গঠিত হয়েছে। আমাদের বিভাগে বিশ্বমানের পরিষেবা প্রদান করা হয় এবং সমস্ত রোগীকে বিশেষ চিকিৎসা দ্বারা সাহায্য করা হয়।
সংক্ষিপ্ত বিবরণ: • প্যাপ স্মিয়ার বা প্যাপ টেস্ট হল যোনির একটি পরীক্ষা যেখানে সার্ভিকাল ক্যানসার আছে কিনা যাচাই করা হয়। এই পরীক্ষায় সার্ভিকাল কোষ সংগ্রহ করার জন্য সোয়াব নিয়ে অস্বাভাবিক বৃদ্ধি ও ক্যানসার বা ক্যানসার-পূর্ব কোষের লক্ষণ পরীক্ষা করা হয়। এটি একটি সহজ প্রক্রিয়া যা সম্পন্ন হতে মাত্র 5 মিনিট সময় লাগে। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: • প্যাপ স্মিয়ার…
সংক্ষিপ্ত বিবরণ: • নন-স্ট্রেস টেস্ট (এনএসটি) পরীক্ষা করা হয় ভ্রূণের সুস্থতা সম্পর্কে জানতে। এখানে তৃতীয় ত্রৈমাসিকে ভ্রূণের হৃৎস্পন্দন ও নড়াচড়ায় সাড়া দেওয়া পরিমাপ করা হয়, যার মাধ্যমে বাচ্চা ভালো আছে তা নিশ্চিত করা যায়। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: • আপনাকে স্ন্যাক/ জল/ জ্যুস ইত্যাদি খেতে হবে কারণ এতে বাচ্চার গতিবিধি আরও ভালোভাবে বোঝা যায়। • প্রক্রিয়ার…
অনেকে স্বাভাবিকভাবেই সন্তানধারণ করতে পারেন আবার অনেকের ক্ষেত্রে সহায়ক প্রজনন ব্যবস্থা বা গর্ভধারণ চিকিৎসার প্রয়োজন হয় – যেখানে একটি ফলিকিউলার স্ক্যান বা ফলিকিউলার ইমেজিং ব্যবহার করে ব্যবহার করে ওভ্যুলেশনের সময় নির্ধারণ করা হয়। তরল ভর্তি ছোট থলি, ফলিকল জরায়ুর মধ্যে থাকে, যা থেকে হরমোন নিঃসৃত হয় এবং অপরিণত ডিম্বাণু (ওসাইট) ধারণ করে। ওভ্যুলেশনের সময়,…
মেনোপজ হল একটি স্বাভাবিক জৈব প্রক্রিয়া যেখানে আপনার ঋতুস্রাব বা মাসিক চক্র শেষ হয়ে যায়। মেনোপজের উপসর্গ মেনোপজের লক্ষণ ও উপসর্গগুলি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আলাদা হতে পারে, এর অন্তর্গত হল: • শরীর হঠাৎ অত্যন্ত গরম হয়ে যাওয়া • আবেগগত পরিবর্তন • ঘুমের সমস্যা • কর্মশক্তির অভাব • অমিয়মিত ঋতুস্রাব • যোনির শুষ্কভাব • শীতলতার প্রতি স্পর্শকাতরতা (শিরশিরানি)…
পসিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) নামেও পরিচিত, পিসিওডির ক্ষেত্রে হরমোনের ভারসাম্য কমে যায় ও মহিলাদের মধ্যে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায়। পিসিওডির সাধারণ উপসর্গগুলি হল: • জরায়ুতে একাধিক সিস্ট • ওভ্যুলেশন হয় না • অনিয়মিত ঋতুস্রাব • মাথাযন্ত্রণা • ব্রণ • হারসুটিজম (মুখ ও দেহে অত্যধিক লোম থাকা) • টাক (মাথার চুল সরু হয়ে উঠে যাওয়া) • ঘাড়, কুঁচকি ও স্তনের…
উচ্চ ঝুঁকিসম্পন্ন গর্ভাবস্থা আপনাকে ও আপনার গর্ভস্থ শিশুর জন্য গর্ভাবস্থা ও প্রসবের সময় বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তৈরি করে। উচ্চ ঝুঁকিসম্পন্ন গর্ভাবস্থায় থাকা মায়েদের জন্য পুরো গর্ভাবস্থার সময়কাল জুড়ে বিশেষ পর্যবেক্ষনের প্রয়োজন হয়। সম্ভাব্য বিষয় যা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা তৈরি করতে পারে: • মায়ের বেশী বয়স (>35 বছর বয়স) • ধূমপান • মদ্যপান •…
সংক্ষিপ্ত বিবরণ: • আইইউসিডি বা ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস বা কয়েল হল একটি টি-আকৃতির ইমপ্ল্যান্ট যা কপার বা হরমোন পূর্ণ হয়, এটি জরায়ুতে (গর্ভে) স্থাপন করে গর্ভাবস্থা রোধ করা হয়। এটি মহিলা গর্ভনিরোধের একটি নিরাপদ, কার্যকরী ও অস্থায়ী উপায়। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: • গর্ভাবস্থা বা সংক্রমণ যাচাই করার জন্য এই পরীক্ষা করা যেতে পারে। • আইইউসিডি…
আউটপেশেন্ট ইনপেশেন্ট ও এমার্জেন্সি পরিষেবা আমাদের গাইনিকোলজিস্টদের সাথে দেখা করতে আসার জন্য মহিলা ও শিশুদের ভিড় সর্বক্ষণই লেগে থাকে, আমাদের আউটপেশেন্ট আর ইনপেশেন্ট ইউনিট বিভিন্ন ধরণের স্ত্রীরোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করতে সক্ষম যেখানে সার্জারি বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। স্ক্রিনিং টেস্ট, আলট্রাসাউন্ড স্ক্যান ও ম্যামোগ্রাম থেকে উচ্চ ঝুঁকিসম্পন্ন…
এই প্রক্রিয়ায় সার্ভিক্স থেকে কলার একটি ছোট অংশ বের করে এনে সার্ভিকাল ক্যানসার বা ভবিষ্যতে প্রাণঘাতী হতে পারা ক্যানসারের পূর্বাবস্থা যাচাই করার জন্য ল্যাব টেস্টিং করা হয়। বায়োপ্সি সাধারণত যন্ত্রণাহীন প্রক্রিয়া যেখানে অতিরিক্ত আরোগ্যলাভের সময় প্রয়োজন হয় না।
সংক্ষিপ্ত বিবরণ: • অবস্টেট্রিক আলট্রাসাউন্ডে শব্দতরঙ্গ ব্যবহার করে অন্তঃসত্ত্বা মহিলার গর্ভে বেড়ে ওঠা এমব্রায়ো বা ফিটাসের (ভ্রূণ) বিকাশ এবং তার সাথে মায়ের জরায়ু ও ডিম্বাশয়ের ছবি প্রস্তুত করা হয়। এক্ষেত্রে আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয় না এবং কোন ক্ষতিকর প্রভাবও পড়ে না। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: • স্ক্যানের জন্য ব্লাডার ভর্তি থাকতে হয়, তাই পরীক্ষার…
ক্যানসার স্ক্রিনিং – প্যাপ স্মিয়ার, এইচপিভি টেস্ট ও কলপোস্কোপি ক্যানসার প্রতিরোধ করা যায় এবং উপযুক্ত পরীক্ষার মাধ্যমে মহিলাদের মধ্যে রোগের সম্ভাবনা শনাক্ত করা যায়। প্যাপ স্মিয়ার, বা প্যাপ টেস্ট হল সার্ভিকাল ক্যানসারের স্ক্রিনিং প্রক্রিয়া। এই পরীক্ষার মাধ্যমে জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্সে ক্যানসার বা ক্যানসার-পূর্ব কোষের উপস্থিতি শনাক্ত করা যায়। রুটিন…
সার্জারির মাধ্যমে জরায়ু বাদ দেওয়াকে হিস্টেরেক্টমি বলা হয়। জরায়ূতে ইউটেরাইন ফাইব্রয়েড, ক্যানসার, ইউটেরাইন প্রোল্যাপ্স (স্থান থেকে সরে যাওয়া), অ্যাডেনোমায়োসিস (জরায়ু প্রাচীর অস্বাভাবিক পুরু হওয়া), এন্ডোমেট্রিওসিস ও জরায়ুর অন্যান্য অস্বাভাবিকতা যা রোগীর স্বাস্থ্য বিপন্ন করে, সেইসব ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সাধারণত, জরায়ু ক্যানসারযুক্ত হলে…
পরিবার পরিকল্পনা পরিষেবা নির্বীজকরণ ও গর্ভনিরোধক পরামর্শ যারা বাচ্চা হওয়া পিছিয়ে দিতে চান বা আর বাচ্চা চান না, আমাদের পরিবার পরিকল্পনা পরিষেবা তাদের জন্য উপযুক্ত হবে। আমাদের গাইনিকোলজিস্টরা সম্ভাব্য সেরা গর্ভনিরোধক ও নির্বীজকরণ বিকল্প সম্পর্কে উপদেশ দেবেন। মহিলাদের নির্বীজকরণের জন্য, টিউবাল লাইগেশন নামক সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ফ্যালোপিয়ান…
পরিবার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল একজন মহিলাকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করা, যেখানে একজন স্পেশালিষ্ট সন্তাবধারণ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত করবেন সেইসঙ্গে, গর্ভাবস্থা ও শিশু জন্মানোর সময়ের ঝুঁকি সম্পর্কে সচেতন করবেন। সন্তানধারণের চেষ্টা করার আগে গাইনিকোলজিস্টের সাথে আলোচনা করে নেওয়ার মাধ্যমে গর্ভাবস্থা ও সন্তান প্রসবের অভিজ্ঞতা ভীষণভাবে উন্নত…
পোস্ট-ন্যাটাল কেয়ার পোস্টন্যাটাল কেয়ার (পিএনসি) হল মা ও সদ্যজাত সন্তানকে জীবনের প্রথম ছয় সপ্তাহে পরিচর্যা প্রদান করা। মহিলাদের হরমোনগত পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে এবং দুগ্ধক্ষরণ সংক্রান্ত সমস্যাও হতে পারে। মনিপাল হসপিটাল কেন মনিপাল হসপিটালে আমরা বিশ্বাস করি নতুন বা ও শিশুর ভালো থাকার জন্য জীবাণুমুক্ত ও আরামদায়ক পরিবেশে বিশেষ…
বয়ঃসন্ধির সমস্যা বয়ঃসন্ধি হল কিশোরী মেয়ের প্রাপ্তবয়স্ক মহিলায় পরিণত হওয়ার জন্য শারীরিক পরিবর্তনের প্রক্রিয়া। মনিপাল হসপিটালের গাইনিকোলজিস্টদের চিকিৎসা করা কিছু সাধারণ বয়ঃসন্ধির সমস্যা হল ডিলেইড পিউবার্টি – 13 বছর বয়সে বয়ঃসন্ধি শুরু না হওয়া; প্রিকোসিয়াস পিউবার্টি - সময়ের পূর্বে বয়ঃসন্ধি এসে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে 7 বা 8 বছর বয়সের আগে; কন্ট্রাসেক্সুয়াল…
সার্ক্লেজ অনেক সময় জরায়ুর সবথেকে নীচের অংশ সার্ভিক্স দুর্বল হওয়ার কারণে গর্ভধারন করে রাখা যায় না কারণ এটি সহজে খুলে গিয়ে গর্ভপাতের সম্ভাবনা থাকে। সার্ভিকাল সার্ক্লেজ হল একটি সার্জারি প্রক্রিয়া যেখানে সুতো বা সিন্থেটিক টেপ ব্যবহার করে সার্ভিক্স বিশেষ করে যেসব মহিলাদের ছোট সার্ভিক্স থাকে তা মজবুত করে দেওয়া হয়। এর ফলে সার্ভিক্সের যান্ত্রিক শক্তি বেড়ে…
পলি-সিস্টিক ওভারিয়ান সিনড্রোম বহু মহিলার ক্ষেত্রে দেখতে পাওয়া একটি সাধারণ সমস্যা। ডাক্তাররা সমস্যাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে এই সমস্যা নিয়ন্ত্রণ ও নিরীক্ষণে সহায়তা করেন।
ওয়েল উইমেন ক্লিনিক আমরা বুঝতে পারি যে মহিলাদের সারা জীবন ধরেই বিভিন্ন শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় – মাসিক চক্র থেকে সন্তান প্রসব, মেনোপজ ও বয়স সংক্রান্ত স্ত্রীরোগজনিত স্বাস্থ্য সমস্যা। এইজন্যই আমাদের সদা নিয়োজিত ও বিশেষ ওয়েল উইমেন ক্লিনিক তাদের এই সমস্ত সমস্যার দায়িত্ব ও সুবিবেচনার সাথে সমাধান প্রদান করেন। আমাদের ওয়েল উইমেন ক্লিনিকে বিশিষ্ট…
হিস্টেরোস্কোপি হিস্টেরোস্কোপি প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তার আপনার জরায়ুর ভিতরের অংশ দেখতে পান ও অস্বাভাবিক রক্তপাতের কারণ ডায়াগনোস ও চিকিৎসা করতে পারেন। হিস্টেরোস্কোপি একটি সরু, আলোযুক্ত নল, হিস্টেরোস্কোপি ব্যবহার করে সম্পন্ন করা হয় যা যোনির ভিতরে ঢুকিয়ে সার্ভিক্স ও জরায়ুর ভিতরের অংশ পরীক্ষা করা হয়। মনিপাল হসপিটালের বিশ্ববিখ্যাত গাইনিকোলজিস্টরা এক দিনে…
প্রয়োজন অনুযায়ী গর্ভাবস্থায় এন্ডোস্কোপি এক সময় মনে করা হত, গর্ভাবস্থায় এন্ডোস্কোপির ফলে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হবে। সেইজন্য গর্ভাবস্থার সময় সাধারণত এন্ডোস্কোপি করতে বারণ করা হয় এবং অত্যন্ত প্রয়োজন পড়লেই এটি করা হয়, যা দ্বিতীয় ত্রৈমাসিকে করার দরকার হয়। এই সমস্ত ক্ষেত্রে, আমাদের মনিপাল হসপিটালের অবস্টেট্রিশিয়ানদের টিম আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে সেরা…
জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত বিশেষ একটি শাখা, জেনেটিক্সে বংশগত ও জিনের সাথে জড়িত নির্দিষ্ট সমস্যা নিয়ে কাজ করা হয় প্রতিটি বাচ্চাই তার বাবা-মার কাছ থেকে জিন লাভ করে এবং এই জিনের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালে আমাদের অভিনব জেনেটিক কাউন্সেলিং ইউনিট স্বতন্ত্র ব্যক্তি, দম্পতি ও পরিবারকে নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায়…
ল্যাপারোস্কোপি ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি নামেও পরিচিত এই প্রক্রিয়া হল একটি সার্জিকাল ডায়াগনোস্টিক ব্যবস্থা যা ব্যবহার করে পেট ও জননতন্ত্রের অঙ্গগুলি পরীক্ষা করা হয়। এটি একটি কম ঝুঁকিপূর্ণ, মিনিমালি ইনভেসিভ সার্জারি যা কেবল ছোট করে কেটেই সম্পন্ন করা যায়। ল্যাপারোস্কোপিতে ল্যাপারোস্কোপ নামক একটি যন্ত্র ব্যবহার করে দেহযন্ত্র স্ক্যান করা হয় যার সাহায্যে…
ক্রনিক ভিলাস স্যামপ্লিং (সিভিএস) মূলত একটি গর্ভাবস্থার পরীক্ষা যেখানে প্লাসেন্টা থেকে করিওনিক ভিলির নমুনা বের করে এনে পরীক্ষা করা হয়, করিওনিক ভিলাস স্যামপ্লিং (সিভিএস) হল একটি গর্ভাবস্থার পরীক্ষা যেখানে জন্মগত ত্রুটি, জিনগত অসুখ ও গর্ভাবস্থার অন্যান্য সমস্যা শনাক্ত করা হয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন ট্রান্সঅ্যাবডমিনাল প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য…
গাইনিকোলজিতে রোবটিক সার্জারি রোবটিক সার্জারির ক্ষেত্র দ্রুত প্রসারিত হচ্ছে আর গাইনিকোলজিকাল সমস্যার চিকিৎসায় এর ব্যবহার ক্রমশ বেড়ে চলেছে। এই অত্যাধুনিক মেশিন পরিচালনায় তাদের দক্ষতা কাজে লাগিয়ে মনিপাল হসপিটালের গাইনিকো সার্জনরা রোবট আর্মের সাহায্যে সেই সমস্ত সার্জারি সম্পন্ন করছেন যা মানুষের পক্ষে করা অসম্ভব ছিল। তারা নিয়মিত হিস্টেরেক্টমি, স্যাক্রোকলপোপেক্সি…
মেনোপজ ক্লিনিক মেনোপজ হল বয়স বাড়ার একটি স্বাভাবিক অংশ যখন মহিলাদের মাসিক চক্র বন্ধ হয়ে যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে মহিলাদের প্রজনন ক্ষমতা শেষ হয়। তবে কিছু মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় মাসিক চক্রের অস্বাভাবিকতা দেখা দেয় যেমন ডিম্বাশয় সার্জারির মত কারণে অথবা কেমোথেরাপির ফলে ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হয়ে সময়ের আগে মেনোপজ আসা। মনিপাল হসপিটাল…
প্রি মেনোপজাল ও পোস্ট মেনোপজাল কাউন্সেলিং প্রিমেনোপজ হল সময়ের আগে মেনোপজ শুরু হওয়া এবং তা মেনোপজের সঠিক সময়ের 8-10 বছর আগে শুরু হতে পারে যখন ডিম্বাশয় ধীরে ধীরে ইস্ট্রোজেন প্রস্তুত করা কমিয়ে দেয়। এটি সাধারণত 40 বছরের পরে শুরু হয় তবে 30 এর পরেও শুরু হতে পারে। এই পর্যায়ে, বহু মহিলা মেনোপজের উপসর্গ দেখতে পারেন যদিও মাসিক চক্র বজায় থাকে ও অন্তঃসত্ত্বাও…
ক্রায়োসার্জারি উন্নত চিকিৎসা প্রযুক্তির সাথে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং রোগীদের জন্য সার্জারি আরও সহজ ও স্বাচ্ছন্দ্যযুক্ত হয়ে উঠেছে। ক্রায়োসার্জারি এমনই এক প্রক্রিয়া। একে ক্রায়োথেরাপিও বলা হয়, অস্বাভাবিক কলা নষ্ট করার জন্য তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করে তীব্র শীতলতা উৎপন্ন করা হয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন ক্রায়োসার্জারি…
ফাইব্রয়েড ক্লিনিক চিকিৎসা গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে 70-80 মহিলারা সারা জীবনের যেকোন সময়ে ইউটেরাইন ফাইব্রয়েডে আক্রান্ত হবেন। ফাইব্রয়েড হল পেশী কোষ ও কলার ক্যানসারবিহীন বৃদ্ধি এবং কখনই ক্যানসারে পরিণত হওয়ার আশঙ্কা থাকে না। তবে, কিছু মহিলার ক্ষেত্রে বিশেষ করে মেনোপজের সময়, ফাইব্রয়েড বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, যেমন মাসিকের সময় অত্যধিক রক্তপাত, বেশী…
ইনফার্টিলিটি ক্লিনিক – ট্রিটমেন্ট যে দম্পতিরা নির্দিষ্ট বন্ধ্যাত্বের সমস্যার জন্য অন্তঃসত্ত্বা হতে পারছেন না, তাদের জন্য আমাদের ইনফার্টিলিটি ক্লিনিক এক আশির্বাদ। বন্ধ্যাত্বের সমস্যার চিকিৎসায় যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন স্পেশালিষ্টরা আমাদের ক্লিনিকে বাচ্চা হতে সমস্যা হওয়া দম্পতিদের প্রচ্ছন্ন জটিলতা সম্পর্কে পরীক্ষা ও অধ্যয়ন করেন। এই ক্লিনিকে প্রাসঙ্গিক…
ডে কেয়ার প্রক্রিয়া হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না এমন প্রক্রিয়া ও বিভিন্ন পরীক্ষা সম্পাদনে আমাদের সমস্ত উইমেন ও চাইল্ড ক্লিনিক অত্যন্ত দক্ষ। এর মধ্যে কয়েকটি হল সার্ভিকাল (কোন) বায়োপ্সি কলপোর্যাফি বা যোনি প্রাচীরের সার্জারিগত মেরামতি, কলপোস্কোপি যার মাধ্যমেসার্ভিকাল ক্যানসারের লক্ষণ শনাক্ত করা হয়, ডাইলেশন ও কিউরেটজ (ডি অ্যান্ড সি), এন্ডোমেট্রিয়াল…
সাধারণ প্রসূতি পরিষেবা প্রতিটি গর্ভাবস্থার অভিজ্ঞতাই আলাদা হয়, প্রথমবার হলেও, দশমবার হলেও। এটা আমরা খুব ভালোভাবেই বুঝি আর গর্ভাবস্থায় আপনার ও আপনার সদ্যজাত সন্তানের নিজস্ব চাহিদা পূরণের চেষ্টা করি। আমাদের প্রসূতি সেবা বিভাগ দেশের মধ্যে অন্যতম সেরা এবং আপনার গর্ভাবস্থা ও পছন্দ অনুযায়ী আমরা সহায়তা প্রদান করি। উচ্চ ঝুঁকিসম্পন্ন পরিষেবা কোন মহিলা যখন উচ্চ…
গাইনিকোলজিকাল চেকআপ মহিলারা পরিবারের খেয়াল রাখতে গিয়ে অনেক সময় নিজেদের স্বাস্থ্য উপেক্ষা করেন। আমরা মনে করি প্রত্যেক মহিলার, বিশেষ করে 35 এর উপরে অবশ্যই বার্ষিক চেক-আপ করানো উচিৎ । সর্বাঙ্গীন সহায়তা ও কাউন্সেলিংয়ের সাথে আমরা সারা বছর রুটিন পরীক্ষা চালাই। সেইসঙ্গে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি ছাড়াও, আমরা মহিলাদের অতীত সমস্যার পর্যালোচনা করি এবং বিভিন্ন…
ফিটাল মেডিসিন ও অবজিন আলট্রাসাউন্ড অ্যাসিস্টেড রিপ্রোডাকশনে ফলিকিউলার ইমেজিং অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের ক্ষেত্রে এই পরীক্ষাটি সর্বপ্রথম সম্পন্ন করা হয় যা হাজার হাজার দম্পতিকে বাবা-মা হওয়ার আশা প্রদান করে। ফলিকিউলার স্টাডি ও মনিটরিং করার মাধ্যমে ওভারিয়ান ফলিকলের অধ্যয়ন করা হয় যা ডিম্বাণুর ওভ্যুলেশন চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি আলট্রাসাউন্ড…
.
মনিপাল হসপিটালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে আছে সুসজ্জিত মাইক্রোবায়োলজিকাল ও প্যাথলজিক্যাল ল্যাব, ব্লাড ব্যাঙ্ক, রেডিওলজি বিভাগ, মিনিমালি ইনভেসিভ গাইনিকোলজিক সার্জারি, গাইনিকোলজিক অঙ্কোলজি, ইউরোগাইনিকোলজি, অবস্ট্রেটিক্স ও মেটার্নাল-ফেটাল মেডিসিন ও রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি ও ইনফার্টিলিটির চিকিৎসাকারী বিশেষজ্ঞ স্পেশালিষ্টরা। মনিপাল হসপিটালের সার্জনরা যেকোন গাইনিকোলজিকাল সার্জারির এক্সপার্ট, তা সহজ মিনিমালি ইনভেসিভ সার্জারি হোক বা জটিল ওপেন সার্জারি। প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের পরিষেবাগুলির মধ্যে আছে:- আউটপেশেন্ট/ ইনপেশেন্ট ও এমার্জেন্সি পরিষেবা – অবস্টেট্রিক পরিষেবা – গাইনিকোলজিকাল পরিষেবা।
A gynecologist is a doctor who specializes in women's reproductive health. Obstetricians care for women during their pregnancy and just after the baby is born. They also deliver babies. An ob-gyn is trained to do all of these things.
Your doctor at the best gynecology hospital in Delhi will undergo an appropriate investigation and check-up and advice medications and/or surgery based on your condition and choice. They will discuss the plan of treatment and carry it out only after you give your consent for the same.
Well, it all depends on your condition and preference, if any. All of our patients come to Manipal Hospital, either by the hospital’s or the doctor’s name. You can run through the doctor’s profile on our website to know more about them. Besides, a doctor-patient relationship is about building trust. So, trust your doctor and cooperate with them while they work towards your benefit.
Well, this is just a myth believed to be true. Medical science has advanced to aid complication-free deliveries, even in complicated cases. We at Manipal, give our 100% to help you deliver normally. We support normal delivery and encourage mothers to come over the fear of pain. Delivery is a marathon race. You need preparation, trust, and dedication for the same. However, cesarean delivery is inevitable in certain cases and helps to reduce the morbidity and mortality rate for pregnant females and neonates. The cesarean procedure is well performed at the gynecology hospital in Delhi.
Yes, caesarean delivery is absolutely safe for both mother and baby, and there are very rare chances of a stitch line infection. However, obesity or uncontrolled diabetes increases your risk of infection. There is no pain during the surgery, and you can see your baby and feed.
The day after the delivery, you might have pain for which you get painkillers. From the next day onwards, you are allowed to move around and go to the toilet.
The hospital has a lot of trained staff, and thus you do not need relatives to take care during your hospital stay. The top gynecology hospital in Delhi will provide all necessary items such as food, toiletries, and clothes.
No, not at all. You can be assured that there will be no pain or cut. The test involves just a touch with a brush to take your cervical discharge. You will not even realize when it is done. We would like you to come back again and share your experience with your friends and encourage them. To know more, visit the finest gynecology hospital in Delhi.
Well, this is just a myth. Ultrasounds done during pregnancy are crucial for having a healthy baby, and obviously, no one would like to compromise on that. Besides, research has not yet suggested any complications associated with ultrasound. Usually, five scans are carried out during pregnancy, and twins and complicated pregnancies may need more scans than normal patients. So, trust your doctor at the leading gynecology hospital in Delhi. Also, remember that radiation from a laptop, phone, and television is also harmful to the baby.