
Lung Cancer Awareness Month

Dr. Peush Bajpai
Dec 07, 2020
অঙ্কোলজির উৎকর্ষতা কেন্দ্র হিসাবে ক্যানসারের যেকোন পর্যায়ে আমরা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করি। এই ডিপার্টমেন্টে আছে সার্জারি, চিকিৎসা (কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও হরমোন থেরাপি), রেডিয়েশন থেরাপি, হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সহ অঙ্কোলজির সমস্ত প্রকারের ক্লিনিক্যাল স্পেশালিটি। আমাদের এক্সপার্টদের টিম সবথেকে জটিল কেসেও নিখুঁত ডায়াগনোসিস করেন, অসুখের পর্যায় নির্ণয় করেন, ওষুধ, রেডিওথেরাপি বা মনিপাল হসপিটালের উন্নত প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচার করেন, যার মাধ্যমে শিশু সহ যেকোন বয়সের রোগীদের ক্ষেত্রে ক্যানসারের সাথে মোকাবিলা করা সম্ভব হয়। আমাদের সুশ্রষা ব্যবস্থায় চতুর্মুখী পরিষেবা প্রদান করা হয় এবং আমাদের বিশেষজ্ঞরা এই বিধি পালনে পারদর্শী।
দ্বারকা, দিল্লীতে মনিপাল হসপিটাল হল সেরা ক্যানসার হাসপাতাল, যেখানে দিল্লীর সেরা চিকিৎসা প্রকল্প ও সর্বাঙ্গীন ক্যানসার ডায়য়াগনোসিস ব্যবস্থা প্রদান করা হয়। আমাদের কাছে আছে দ্বারকা, দিল্লীর সেরা ক্যানসার চিকিৎসক যারা যেকোন প্রকারের ক্যানসারের চিকিৎসা ও ডায়াগনোসিসে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন।আমাদের অঙ্কোলজি টিমে আছেন অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন ও সদা নিয়োজিত অঙ্কোলজিস্ট ও নার্সেরা এবং রোগীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিভাগে আছে অত্যাধুনিক ব্যবস্থা।
বিশ্বমানের অঙ্কোলজি পরিষেবা দেওয়ার জন্য আমরা সার্জারি, ওষুধ ও রেডিয়েশন উপ-বিভাগ ও রেডিওলজি, নিউক্লিয়ার মেডিসিন, প্যাথোলজি, সাইকোলজি, রিকন্সট্রাক্টিভ সার্জারি ইত্যাদির মত সহযোগী বিভাগের সাথে সর্বাঙ্গীণ অঙ্কোলজি পরিষেবা প্রদান করি।
রোগীভিত্তিক চিকিৎসা ব্যবস্থা- আমাদের আন্তরিক প্রচেষ্টা হল রোগীদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমতাশালী করা। নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিংয়ের মত আণবিক ব্যবস্থার আবির্ভাবে অঙ্কোলজি বিভাগ রোগীভিত্তিক চিকিৎসা ব্যবস্থা প্রদানে ও সন্তোষজনক ফলাফল প্রদর্শনে সক্ষম হয়েছে।
আমাদের বিভাগের সমস্ত রোগীকে ক্লিনিক্যাল নিউট্রিশন, ফিজিওথেরাপি ও ব্যাথা কমানোর চিকিৎসাও প্রদান করা হয়।
এই বিভাগে আছে উচ্চ অভিজ্ঞতাসম্পন্ন ক্লিনিশিয়ান, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট সমন্বিত বহুবিভাগীয় টিউমার বোর্ড যারা রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন। এই বোর্ড সমস্ত রোগীদের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সপ্তাহে দুইবার আলোচনায় বসেন।
কেমোথেরাপি ডেকেয়ার পরিষেবা- আমাদের কাছে আছে 15 বেডের পূর্ণ সক্রিয় কেমোথেরাপি ডেকেয়ার যেখানে রোগীরা স্বাচ্ছন্দ্যের মধ্যে থেরাপি নেন। আমাদের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অঙ্কোলজি নার্সিং কর্মীরা সর্বাধিক যত্নের সাথে থেরাপি প্রদান সুনিশ্চিত করেন। এখনও পর্যন্ত প্রায় 2000 + ডেকেয়ার কেমোথেরাপি সম্পূর্ণ হয়েছে।
আমাদের রোগীদের চিকিৎসাকালে যে আনুষঙ্গিক পরিষেবাগুলি প্রদান করা হয় সেগুলি হল সামগ্রিক ক্যানসার পরিষেবা- কাউন্সেলর দ্বারা সাইকো-অঙ্কোলজি কাউন্সেলিং ও একটি নিজস্ব ডায়েট প্ল্যান প্রদান করা হয়। আমাদের ক্যানসার রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে নিয়মিত এই সমস্যাগুলি নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়।
টেলিমেডিসিন – কোভিড-19 ছড়িয়ে পরার সাথে সাথে এটি আরও প্রাসঙ্গিক হয়ে পড়ে এবং রোগী ও ডাক্তাররা দূর থেকেই যোগাযোগ করতে সক্ষম হন। আধুনিক প্রযুক্তির সাহায্যে ভিডিও কনফারেন্সিং টুল ব্যবহার করে আমাদের ডাক্তারবাবুরা রোগীদের পরামর্শ দিতে পারছেন।
ইমিউনোথেরাপি হল একপ্রকার জীববিদ্যাগত থেরাপি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে ক্যানসার ও অন্যান্য সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। ক্যানসার চিকিৎসায় বিভিন্নভাবে ইমিউনোথেরাপি ব্যবহার করা হয়। যার মধ্যে আছে: o টি-সেল ট্রান্সফার থেরাপি/ অ্যাডপ্টিভ সেল থেরাপি/ অ্যাডপ্টিভ ইমিউনোথেরাপি/ ইমিউনো সেল থেরাপি: টি-সেল থেরাপি সংক্রমণের সাথে মোকাবিলা…
সংক্ষিপ্ত বিবরণ: • কল্পোস্কোপি হল একটি ডায়াগনোস্টিক প্রক্রিয়া যেখানে কল্পোস্কোপ (বিভিন্ন বিবর্ধক লেন্স সহ একটি ব্যবচ্ছেদকারী মাইক্রোস্কোপ) ব্যবহার করে সার্ভিক্স, যোনি, যোনিদ্বার বা মলদ্বারের বিবর্ধিত চেহারা দেখানোর দ্বারা ক্যানসার-পূর্ব ও ক্যানসারজনিত ক্ষত চিহ্নিত করে, ফলে প্রাথমিক অবস্থায় নিরাময় পাওয়া সম্ভব হয়। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: • প্রক্রিয়ার…
সংক্ষিপ্ত বিবরণ: কোর বায়োপ্সি প্রক্রিয়ায় ত্বকের মধ্যে একটি সূচ ঢুকিয়ে স্ফীতি বা মাংসপিণ্ড থেকে কলার নমুনা সংগ্রহ করা হয়। এই কলার নমুনা মাইক্রোস্কোপের তলায় রেখে অস্বাভাবিকতা আছে কিনা পরীক্ষা করা হয়। প্রক্রিয়া-পূর্ব ব্যবস্থা: o আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন সাথে রাখার অনুরোধ করা হচ্ছে এবং অঙ্কোলজি বিভাগের নির্দিষ্ট প্রক্রিয়ার ঘরে আসতে বলা হচ্ছে। o আপনি…
পাকস্থলী পেটের উপরের অংশের বাঁ দিকে থাকে। আমরা যখন খাবার খাই, তা খাদ্যনালী (ইসোফ্যাগাস) দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। এখানে অ্যাসিড উৎপন্ন হয় এবং কিছু রাসায়নিকের (উৎসেচক) সাহায্যে খাদ্য পরিপাক হয়। পাকস্থলীর দেওয়ালের পেশী আঁটসাঁট (সঙ্কুচিত) হয়ে খাবার মিশিয়ে দেয় এবং একে ঠেলে ক্ষুদ্রান্ত্রের (ডিওডেনাম) প্রথম অংশে পাঠিয়ে দেয়। ক্যানসার হল একটি অসুখ যেখানে কোষ…
টার্গেডেট থেরাপিকে নিখুঁত চিকিৎসা বা রোগীভিত্তিক চিকিৎসা ব্যবস্থাও বলা হয়, এক্ষেত্রে ওষুধ ব্যবহার করে শুধুমাত্র ক্যানসার কোষকে চিহ্নিত ও আক্রমণ করা হয় এবং সাধারণত সুস্থ, স্বাভাবিক কোষকে ছেড়ে দেয়। টার্গেটেড ড্রাগ ক্যানসার কোষের বিভাজন ও নতুন ক্যানসার কোষ উৎপাদন আটকায়ক। টার্গেটেড কেমোথেরাপি স্বতন্ত্রভাবে অথবা সার্জারি, রেডিয়েশন, প্রচলিত বা আদর্শ কেমোথেরাপির…
ক্যানসার একটি প্রাণঘাতী সমস্যা এবং বাঁচার সম্ভাবনা বৃদ্ধি করতে ও রোগীর জীবনের মান উন্নত করতে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্যানসারের বর্তমান চিকিৎসা হয় সার্জারি, রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে। এই চিকিৎসাগুলি হয় স্বতন্ত্রভাবে অথবা একে অপরের সাথে মিশিয়ে প্রয়োগ করা হয় যা নির্ভর করে রোগীর বয়স, অন্যান্য জটিল অসুখ ইত্যাদি এবং ক্যানসারের…
রক্ত কোষ উৎপাদনকারী অস্থি মজ্জা বা রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যান্য অংশ যেমন লিম্ফ নোডে ক্যানসার হলে তাকে ব্লাড ক্যানসার বলা হয়। ভারতে প্রায় 50,000 মানুষ লিউকেমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত এবং প্রতি বছর প্রায় 3.7% নতুন কেস ধরা পড়ে। ব্লাড ক্যানসারের প্রকার ব্লাড ক্যানসারের প্রকারগুলি হল: লিউকেমিয়া: এই ধরণের ব্লাড ক্যানসারে অস্থি মজ্জার কোষগুলি আক্রান্ত…
বায়োলজিক্যাল থেরাপি ক্যানসার চিকিৎসায় এই থেরাপির মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যানসার কোষ মেরে ফেলা হয়। ক্যানসারের জন্য বায়োলজিক্যাল থেরাপি ব্যবহার করে বিভিন্ন প্রকারের ক্যানসার প্রতিরোধ করা হয় অথবা টিউমারের বৃদ্ধির হার কমিয়ে দেয় ও ক্যানসার ছড়িয়ে যাওয়া আটকায়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালের ক্যানসার কেয়ার ইউনিট রোগীদের…
ইন্ট্রা ক্যাভিটারি কেমোথেরাপি ইন্ট্রাক্যাভিটারি কেমোথেরাপিতে সরাসরি দেহ গহ্বরে একটি নলের (ক্যাথিটার) মাধ্যমে কেমোথেরাপির ইনজেকশন দেওয়া হয়। এর ফলে টিউমারে কেমোথেরাপির খুব কড়া ডোজ পৌঁছায়, কিন্তু দেহের অন্যান্য অংশে খুব মৃদু ডোজ যায়। ইন্ট্রাক্যাভিটারি কেমোথেরাপি দেওয়া যায় ব্লাডারে- ইন্ট্রাভেসিকাল, পেটের গহ্বরে- ইন্ট্রা পেরিটোনিয়াল বা বুকের গহ্বরে- ইন্ট্রাপ্লিউরাল।…
ডে কেয়ার ও ডমিসিলিয়ারি কেমোথেরাপি ডে কেয়ার কেমোথেরাপি সেইসমস্ত রোগীকে দেওয়া হয় যাদের স্বল্পমেয়াদী থেরাপি বা ক্যানসার প্রক্রিয়ার পরামর্শ দেওয়া হয়, যেক্ষেত্রে হাসপাতালে রাত্রিবাসের প্রয়োজন পড়ে না। ডমিসিলিয়ারি কেমোথেরাপির ক্ষেত্রে ক্যানসার রোগীদের বাড়িতেই কেমোথেরাপি পৌঁছে দেওয়া হয়। এটা সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে করা হয় যারা কেমোথেরাপির সেশন হাসপাতালে…
বিনাইন ও ম্যালিগন্যান্ট অসুখের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হল একটি প্রক্রিয়া যেখানে রোগীর ত্রুটিপূর্ণ অস্থি মজ্জার স্টেম সেলগুলিকে স্বাস্থ্যকর কোষ দিয়ে প্রতিস্থাপিত করা হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে লিউকেমিয়া ও মারাত্বম রক্তঘটিত অসুখ যেমন থ্যালাসেমিয়া, অ্যাপ্ল্যাস্টিক অ্যানিমিয়া ও সিকল সেল অ্যানিমিয়া, সেইসঙ্গে মাল্টিপল…
পেরিফেরালি ইন্সার্টেড সেন্ট্রাল ক্যাথিটার ইন্সার্শন (পিআইসিসি), বোন ম্যারো অ্যাস্পিরেশন ও বায়োপ্সি পিআইসিসি হল একটি সরু, নমনীয় টিউব যা উর্ধ্ববাহুর একটি শিরায় ঢোকানো হয় এবং উর্ধ্ব মহাশিরা নামক হৃৎপিণ্ডের ডানদিক থেকে বের হওয়া বড় শিরা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এটির সাহায্যে ইন্ট্রাভেনাস ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন, কেমোথেরাপি, ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। মনিপাল…
রোবোটিক সহায়তাযুক্ত ক্যানসার সার্জারি অগম্য টিউমারের কাছে পৌঁছাতে, সার্জারির সময় কমাতে বা পার্শ্ব-প্রতিক্রিয়া কমাতে, অঙ্কো সার্জনরা অভিনব রোবোটিক সার্জারির পরামর্শ দেন। মনিপাল হসপিটাল কেন বাছবেন মনিপাল হসপিটালে আসা ক্যানসার রোগীদের জন্য রোবোটিক সার্জারি এক আশির্বাদ। রোবোটিক সার্জারি প্রযুক্তির সাহায্যে ন্যুনতম কাটা-ছেঁড়া করে সম্পন্ন করা সার্জারিতে…
সেন্ট্রাল লাইন ও কেমো পোর্টের ব্যবহার কিছু ক্যানসার রোগীদের ক্ষেত্রে, কেমোথেরাপি একটি প্রমাণ (বা “পেরিফেলার”) আইভি লাইনের মাধ্যমে সুরক্ষিতভাবে প্রদান করা হয়। অন্যান্য সময়, ওষুধ একটি সেন্ট্রাল লাইন ক্যাথিটার, যেমন পিআইসিসি, সিভিসি বা পোর্টের মাধ্যমে প্রয়োগ করা হয়। মনিপাল হসপিটালকে কেন বেছে নেবেন মনিপাল হসপিটালের সর্বাঙ্গীণ ক্যানসার পরিষেবায় ক্যানসার…
প্যালিয়েটিভ কেয়ার প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী যত্ন হল ক্যানসার চিকিৎসার সামগ্রিক পরিষেবার অংশ, কারণ এখানে রোগীর সম্পূর্ণ সুস্থতার ব্যবস্থা করা হয়, শুধুমাত্র রোগ সারিয়ে তোলাই যথেষ্ট নয়। এখানে ক্যানসারের উপসর্গ ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতেও শেখানো হয়। মনিপাল হসপিটালকে কেন বেছে নেবেন প্যালিয়েটিভ কেয়ারের লক্ষ্য হল ক্যানসারের মত মারাত্মক রোগের…
চাইল্ড লাইভ কেয়ার চাইল্ড কেয়ার স্পেশালিষ্টরা ক্যানসারে আক্রান্ত সদ্যজাত, শিশু, বয়ঃসন্ধির কিশোরকিশোরীদের সর্বোত্তম বিকাশ ও সুস্থতার উপর নজর দেয়। এরা হাসপাতালে থাকার ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্য সেবা ও অন্যান্য সম্ভাব্য চাপসৃষ্টিকারী অভিজ্ঞতার প্রভাব ন্যুনতম করতে, মানিয়ে দেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করেন। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালে আমাদের…
প্লে থেরাপি ক্লিনিক খেলাধুলা শৈশবের এক স্বাভাবিক অংশ আর শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে থেরাপির মাধ্যমে শিশুরা আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদা সম্পর্কে শেখে, নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে, সমস্যার সমাধান, কমিউনিকেশন স্কিল শেখে, এবং সমস্যাদায়ক আচরণ পরিবর্তন করতে পারে। ক্যানসারে আক্রান্ত শিশুদের স্বচ্ছন্দ্যে রাখার একটি উপায় হল এই প্লে থেরাপি।…
কাউন্সেলিং অঙ্কোলজি চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ হ কাউন্সেলিং। কাউন্সেলর রোগীর কথা এবং তার শারীরিক, মানসিক, আবেগগত ও আধ্যাত্মিক সমস্যা সম্পর্কে শোনার জন্য প্রশিক্ষণ নেন। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালে আমরা বুঝি যে রোগী ও তার পরিবারের জন্য ক্যানসার এক মর্মান্তিক বিষয়। আমাদের সদা নিয়োজিত কাউন্সেলররা পরম মমতার সাথে সবথেকে স্পর্শকাতর ঘটনাও…
স্টেরিওট্যাকটিক বডি রেডিও থেরাপি (এসবিআরটি) এসবিআরটি স্টেরিওট্যাকটিক অ্যাব্লেটিভ রেডিওথেরাপি নামেও পরিচিত। এই মেশিন বিভিন্ন প্রাবল্যের একাধিক রশ্মি ব্যবহার করে উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ করে যা টিউমারের দিকে নিখুঁতভাবে বিভিন্ন কোণ থেকে প্রযুক্ত হয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন অত্যন্ত নিখুঁত এসবিআরটি মেশিন এই রেডিয়েশন অঙ্কোলজি সেন্টারের গর্ব। অত্যন্ত…
স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি (এসআরএস) এসআরএস বলতে বোঝায় একটি সেশনে একটিমাত্র উচ্চমাত্রার রেডিয়েশন ডোজের নিখুঁত ও সুনির্দিষ্ট প্রয়োগ এবং বিভিন্ন ইন্ট্রাক্র্যানিয়াল ও মাথার খুলির ক্ষত চিকিৎসায় ব্যবহৃত হয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালের রেডিয়েশন অঙ্কোলজি সেন্টারে, এসআরএস হল সবথেকে নিখুঁত একক উচ্চমাত্রার রেডিয়েশন থেরাপি যা মস্তিষ্কের…
এই আধুনিক কাটা-ছেঁড়াহীন, মেলানোমাহীন স্কিন ক্যানসারের চিকিৎসা ব্যবস্থায় ত্বকের ঠিক নীচের তল, মাত্র 5 মিলিমিটার পর্যন্ত যেতে পারা রেডিয়েশনের নিখুঁত ও সুনির্দিষ্ট ডোজ প্রদান করা হয়। এটি কার্যকরীভাবে ও নিরাপত্তার সাথে ম্যালিগন্যান্ট নন-মেলানোমা স্কিন ক্যানসারের কোষ ধ্বংস করে।
3D-সিআরটির ক্ষেত্রে টিউমারের দিকে সুনির্দিষ্টভাবে রেডিয়েশন পাঠানো হয় এবং 3D কম্পিউটারে একটি ছবি তৈরি করা হয় যাতে আশেপাশের সুস্থ কলাগুলি রক্ষা পায়। 3D-সিআরটি হল একপ্রকার এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি (ইবিআরটি), যেটি বুক বা ফুসফুসের আভ্যন্তরীণ আস্তরণের ক্যানসারে সর্বাধিক ব্যবহৃত হওয়া রেডিয়েশন ট্রিটমেন্ট।
প্যালিয়েটিভ রেডিয়েশন থেরাপি হল এক প্রকার প্যালিয়েটিভ থেরাপি যেখানে ক্যানসারের উপসর্গের চিকিৎসা করা হয়। রেডিয়েশন ব্যবহার করে উপসর্গ সৃষ্টিকারী এক বা একাধিক টিউমারকে ছোট করে দেওয়া হয়।
স্মার্ট আর্ক মেশিন সেইসমস্ত সরঞ্জাম প্রদান করে যার মাধ্যমে একটি প্রচলিত লিনিয়ার অ্যাক্সেলারেটর ও একটি প্রচলিত মাল্টিলীফ কলিম্যাটর (এমএলসি) ব্যবহার করে ঘূর্ণায়মান ইন্টেনসিটি-মডিউলেটেড রেডিয়েশন থেরাপি (আইএমআরটি) প্ল্যান প্রস্তুত করা যায়। রোগীর চারপাশে গ্যান্ট্রি ঘোরার সময় প্ল্যান প্রদান করা হয়। রেডিয়েশনের প্রাবল্য পরিবর্তন করা যায় এবং এমএলসি লীফগুলি…
শ্বাসজনিত কারণে টিউমারের চলাচল কমানোর (এবিএইচ) জন্য অ্যাক্টিভ ব্রিদ হোল্ড কন্ট্রোলার (এবিসি) থোর্যাক্স ও পেটের টিউমারের ক্ষেত্রে, শ্বাসগ্রহণের ফলে দেহযন্ত্রের নড়াচড়ার জন্য চিকিৎসার মার্জিন কমিয়ে দেওয়ায় রেডিয়েশনের সামনে প্রকাশিত স্বাভাবিক কলার পরিমাণও কমে যায়। 2 জোড়া ফ্লো মনিটর ও সিজর ভাল্ভ নিয়ে এবিসি সরঞ্জাম নির্মিত হয়, যার মধ্যে 1টি করে ভাল্ভ রোগীর…
ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে আপনার দেহের মধ্যে রেডিওঅ্যাক্টিভ পদার্থ ঢোকানো হয়। ব্র্যাকিথেরাপি হল এক ধরণের রেডিয়েশন থেরাপি যা ব্যবহার করে ক্যানসার সারানো হয় এবং অনেক সময় একে ইন্টার্নাল রেডিয়েশনও বলে। ব্র্যাকিভিশন হল একটি সম্পূর্ণ 3D ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম যা রোগীকেন্দ্রিক, চিত্রনির্ভর প্ল্যানিংয়ের এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
গামা মেড ব্র্যাকিথেরাপির সাথে দুটি লিনিয়ার অ্যাক্সেলারেটর- ইলেক্টা প্রিসাইজ ও ইলেক্টা ইনফিনিটি এক সম্পূর্ণ রেডিয়েশন অঙ্কোলজি পরিষেবা প্রদান করে। নিখুঁত রেডিয়েশন ব্যবস্থা ব্যবহার করার মাধ্যমে মনিপাল হসপিটাল অত্যন্ত উন্নত ব্র্যাকিথেরাপি সিস্টেমের সাথে এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যেখানে সমস্ত রোগী নিখুঁত ও নিজস্ব প্রয়োজনভিত্তিক রেডিওথেরাপি চিকিৎসা…
কোন বিম সিটি (সিবিসিটি) সহ ইমেজ গাইডেড রেডিও থেরাপি (আইজিআরটি) ক্যানসার প্রযুক্তির ক্ষেত্রে আইজিআরটি হল বর্তমানে উপলব্ধ সবথেকে উন্নত আবিষ্কার। এই অত্যাধুনিক মেশিনে উন্নত 2D ও 3D ইমেজিং ব্যবহার করে টিউমারের অবস্থানের সাথে প্রযুক্ত ডোজ মেলানো হয়। চিকিৎসার সময় রোগীর শ্বাসগ্রহণের সাথে সাথে টিউমার সরে যেতে পারে, আইজিআরটি টিউমারের স্থান নির্ণয়ে ও তার ট্র্যাক…
ইন্টেনসিটি মডিউলেটেড রেডিও থেরাপি (আইএমআরটি) আইএমআরটি একটি উন্নত প্রকারের নিখুঁত রেডিওথেরাপি যা কম্পিউটার নিয়ন্ত্রিত লিনিয়ার অ্যাক্সেলারেটর ব্যবহার করে ম্যালিগন্যান্ট টিউমার বা টিউমারের ভিতরের নির্দিষ্ট অংশে নিখুঁত রেডিয়েশনের ডোজ দেয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপালে আমাদের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগে আছে সেরা আইএমআরটি মেশিন যা ম্যালিগন্যান্ট ও নন-ম্যালিগন্যান্ট…
ভলিউমেট্রিক মডিউলেটেড আর্ক থেরাপি (ভিএমএটি) ভিএমএটি হল একটি অভিনব রেডিয়েশন থেরাপি প্রযুক্তি যেখানে মেশিন ঘোরার সময় ক্রমাগত রেডিয়েশন ডোজ প্রযুক্ত হয়। মনিপাল হসপিটালকে কেন বেছে নেবেন সর্বোন্নত ভিএমএটি মেশিনের সাথে মনিপাল হসপিটালের রেডিও অঙ্কোলজিস্টরা এমন পদ্ধতি গ্রহণ করেছেন যা টিউমার অনুযায়ী রেডিয়েশন ডোজের যথাযথ আকার তৈরি করে যাতে আশেপাশের দেহযন্ত্রে…
ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্ট- মাথা ও গলা, গাইনিকোলজিকাল, সফট টিস্যু সারকোমা (আইএসবিটি) ব্র্যাকিথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্যাথিটার, সূচ বা অ্যাপ্লিকেটরের মত রেডিওঅ্যাক্টিভ সোর্স একটি ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্ট নামক যন্ত্রে বসানো হয়। এই যন্ত্র এরপর যোনি, জরায়ু বা দেহকলায় প্রবেশ করানো হয়। ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টকে প্রথমে সার্জারির মাধ্যমে আপনার…
সার্ভিক্স, কমন বাইল ডাক্ট টিউমার ইত্যাদির জন্য ইন্ট্রা ক্যাভিটারি রেডিও থেরাপি (আইসিআর) আইসিআর হল একপ্রকার আভ্যন্তরীণ রেডিয়েশন থেরাপি যেখানে সূচ, সীড, তার বা ক্যাথিটারে সীল করে রেডিওঅ্যাক্টিভ পদার্থ সরাসরি দেহগহ্বর যেমন বুক বা যোনিতে বসানো হয়। রেডিয়েশন থেরাপিতে উচ্চশক্তির এক্স-রে বা তেজস্ক্রিয় কণা ব্যবহার করে ক্যানসার কোষ নষ্ট করা হয় এবং এই প্রক্রিয়া…
ইমেজ-গাইডেড ব্র্যাকিথেরাপি (আইজিবি)
আইজিবিতে উন্নত ইমেজিং পদ্ধতি ব্যবহার করে ব্র্যাকিথেরাপিকে আরও নিখুঁত, নিরাপদ ও কার্যকরী বানানো হয়েছে। ব্র্যাকিথেরাপি চারটি দশার মাধ্যমে সম্পন্ন করা হয় যার মধ্যে আছে ফাঁপা ক্যাথিটার বা ফাঁপা ক্যারিয়ার বসানো, জায়গাটির সিটি বা এমআরআই ইমেজিং নেওয়া, কম্পিউটারে ডোজের পরিমাণ নির্ণয়, ও রোবোটিক রেডিয়েশন চিকিৎসা।
এই ব্যয়বহুল ব্যবস্থার মধ্যে আছে এসএলএনবি – সেন্টিনাল লিম্ফ নোড বায়োপ্সি এমআইআরপি – মিনিমাল ইনভেসিভ রেডিও-গাইডেড প্যারাথাইরয়েড সার্জারি আরওএলএল – রেডিও-গাইডেড অকাল্ট লিজ্যন লোকালাইজেশন, সিএ ব্রেস্টের (প্রারম্ভিক স্তন ক্যানসার) জন্য মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালের সর্বাঙ্গীন ক্যানসার কেয়ার ইউনিট, সাধারণ ও জটিল, উভয় প্রকার ক্যানসারের ক্ষেত্রে…
ব্রেস্ট রিকন্সট্রাকশন যেসব মহিলা ম্যাস্টেক্টমি সম্পর্কিত ব্রেস্ট সার্জারি করিয়েছেন বা স্তন বাদ দিয়েছেন, তাদের জন্য ব্রেস্ট রিকন্সট্রাকশন হল সেরা বিকল্প। ব্রেস্ট রিকন্সট্রাকশনের মাধ্যমে ম্যাস্টেক্টমির পরে একটি বা উভয় স্তনে নতুন আকার বা আকৃতি দেওয়া হয়, বা লাম্পেক্টমির পরে যেখানে স্তনের আক্রান্ত অংশ কেটে বাদ দেওয়া হয়। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন ক্যানসারের…
স্তন ক্যানসারের প্রারম্ভিক শনাক্তকরণ স্তনের ম্যামোগ্রাম বা এক্স-রে স্তন ক্যানসারের সবথেকে কার্যকরী পরীক্ষা। এর মাধ্যমে টিউমার অনুভূত হওয়ার দু বছর আগেই স্তন ক্যানসার শনাক্ত করা যেতে পারে। 40-45 বা তার বেশী বয়সী মহিলা বা যাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশী তাদের প্রতি বছর ম্যামোগ্রাম করানো উচিৎ। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালের ক্যানসার কেয়ার…
ব্রেস্ট অঙ্কোপ্লাস্টি প্রক্রিয়া অঙ্কোপ্লাস্টি সার্জারি হল একটি পদ্ধতি যা স্তন ক্যানসারের রোগীদের সৌন্দর্যগত দিক উন্নত করে। অঙ্কো প্লাস্টিক সার্জনরা স্তন ক্যানসারের টিউমার অপসারণ (লাম্পেক্টমি বা পার্শিয়াল ম্যাস্টেক্টমি) ও প্ল্যাস্টিক সার্জারি পদ্ধতির (রিকন্সট্রাক্টিভ সার্জারি) মিশ্রণ ঘটিয়ে ব্রেস্ট কনসার্ভেশন সার্জারি সম্পন্ন করেন। মনিপাল হসপিটাল কেন…
মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন স্তন সহ যেকোন ধরণের ক্যানসারের সামগ্রিক চিকিৎসায়, আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঙ্কোসার্জনরা অত্যন্ত দক্ষ। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ও সহানুভূতিশীল স্পেশালিষ্টরা স্তন ক্যানসারের সময় মহিলাদের মানসিক ও আবেগগত অবস্থা এবং স্তন বাদ যাওয়ার ভয় সম্পর্কে বুঝতে পারেন। যদিও ম্যাস্টেক্টমি করা হয় শুধুমাত্র যখন রোগীর প্রাণ বাঁচানোর দরকার…
সিএ ল্যারিংসের জন্য ভয়েস প্রস্থেসিস সার্জারি পুরো বাগযন্ত্র বাদ দেওয়ার জন্য টোটাল ল্যারিঞ্জেক্টমি সার্জারি করার পরে কথা বলার ক্ষমতা ফিরে পাওয়ার সবথেকে সাধারণ উপায় হল ভয়েস প্রস্থেসিস। একটি সাধারণত ল্যারিঞ্জিয়াল ক্যানসারের ফলে হয় যখন ক্যানসার শুরু হয় বাগযন্ত্রে (ল্যারিংস)। এটি একটি বিরল প্রকৃতির মাথা ও গলার ক্যানসার। ল্যারিংস বাদ দেওয়ার সার্জারির (ল্যারিঞ্জেক্টমি)…
মাস্কিউলো স্কেলিটাল ও অর্থো অঙ্কোলজি মাস্কিউলো স্কেলিটাল অঙ্কোলজি স্পেশালিষ্টরা শিশু ও প্রাপ্তবয়স্কদের হাড় ও সফট টিস্যু টিউমার সহ অন্যান্য হাড় ও পেশীর ক্যানসারের চিকিৎসা করেন। এর মধ্যে বোন ক্যানসার, বোন মেটাস্ট্যাসিস, অস্টিওমাইলিটিস ও মাল্টিপল মাইলোমাও পড়ে। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন মনিপাল হসপিটালে আমাদের ক্যানসার কেয়ার বিভাগ, বহুবিভাগীয় টিউমার…
মাইক্রোভাস্কুলার রিকন্সট্রাকশন জটিল মাথা ও গলার ক্যানসারে, অস্বাভাবিক বৃদ্ধির কারণে রোগীদের মুখের কিছু অংশের গঠন নষ্ট হয়ে যায়। মুখ ও গলার মাইক্রো ভাস্কুলার রিকন্সট্রাকশন হল এর একমাত্র সমাধান। অত্যন্ত উন্নত এই সার্জারি প্রক্রিয়ায় দেহের অন্য অংশের রক্তনালী, হাড়, কলা, এমনকি পেশী ও ত্বক ব্যবহার করে মুখ ও গলার অংশ পুনরায় গঠন করা হয়। এই পদ্ধতিতে ব্যবহারের…
যেকোন প্রকার ক্যানসারের প্রমাণ চিকিৎসা ব্যবস্থায় মাল্টি-স্পেশালিষ্ট টিমের যুক্ত থেকে এক বহুবিভাগীয় ব্যবস্থা গড়ে তোলা বিশ্বজুড়ে প্রমাণিত। মনিপাল হসপিটালের বহুবিভাগীয় টিউমার বোর্ড ক্যানসার স্পেশালিষ্টদের একটি আলোচনার স্থান প্রদান করে যেখানে তাদের কেস ও কেসের জটিলতা সম্পর্কে সমস্ত ক্যানসার বিভাগের সহকর্মীদের সাথে আলোচনা করা যায়। এই টিমে বিশ্বের সেরা অঙ্কোলজিস্ট,…
রোবটিক জিআই ক্যানসার সার্জারি গ্যাস্ট্রো-ইন্টেস্টাইনাল ও ডাইজেস্টিভ, উভয় প্রকার অসুখের ক্ষেত্রেই মিনিমালি ইনভেসিভ রোবটিক সার্জারি, চিকিৎসা প্রক্রিয়ার মাপকাঠিতে পরিণত হয়েছে। আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জিকাল অঙ্কোলজিস্ট ও কোলরেক্টাল সার্জনের বহুবিভাগীয় টিম চিকিৎসাক্ষেত্রে চরম দক্ষতার নিদর্শন রাখেন। মনিপাল হসপিটাল কেন বেছে নেবেন আমাদের ক্ষমতা…
.
1. সার্জিকাল অঙ্কোলজি পরিষেবা
দিল্লীর দ্বারকায় অবস্থিত সেরা ক্যানসার চিকিৎসার হাসপাতাল মনিপাল হসপিটাল বিভিন্ন দেহযন্ত্রের কঠিন টিউমারের সর্বাঙ্গীন সার্জারিগত চিকিৎসা প্রদান করে। স্তন, মাথা ও গলা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইউরো-গাইনিকোলজিক সিস্টেম, থোরাক্স এবং হাড় ও পেশীর বিভিন্ন ধরণের ক্যানসারের অস্ত্রোপচার এখানে হয়, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করার মাধ্যমে, যার মাধ্যমে দেহযন্ত্র/ চেহারা ও কার্যকারিতা রক্ষা করার পাশাপাশি রোগীর জীবনের মান সর্বোন্নত করার দ্বারা টিউমারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। আমরা রোবটিক সার্জারির মত ন্যুনতম কাটা-ছেঁড়া করে সম্পন্ন করা প্রক্রিয়াও উপযুক্ত রোগীদের প্রদান করি।
আমাদের সার্জিকাল অঙ্কোলজিস্টদের টিমে আছেন টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাইয়ের মত প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা। ভারতের বিভিন্ন অংশ এবং অন্যান্য দেশ থেকে আসা রোগীদের ক্ষেত্রে বছরে প্রায় 300টির মত জটিল ক্যানসার সার্জিকাল প্রক্রিয়া আমরা সম্পন্ন করি।
উপলব্ধ প্রক্রিয়াসমূহ (ওপেন এবং মিনিমালি ইনভেসিভ ও রোবটিক সার্জারি)
ডায়াগনোস্টিক প্রক্রিয়া
থেরাপিউটিক প্রক্রিয়া (নিম্নলিখিত স্থানের সকল প্রকার ক্যানসারের সার্জারি)
2.মেডিক্যাল অঙ্কোলজি পরিষেবা
কেমোথেরাপি (ক্যানসারের জন্য একটি সাইটোটক্সিন ওষুধ) ও সহযোগী ওষুধ ব্যবহার করে এই বিভাগ রোগীভিত্তিক পরিষেবা প্রদান করে। রোগীর জন্য সম্ভাব্য সেরা ফল পেতে আমরা বিভিন্ন ধরণের চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করি, যেমন:
3.রেডিয়েশন অঙ্কোলজি পরিষেবা
রোগীভিত্তিক ও উন্নত ক্যানসার পরিষেবা প্রদান করতে মনিপালের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ বিশ্বমানের ক্যানসার চিকিৎসা প্রদান করে। এই বিভাগে চিকিৎসাগত দক্ষতা, আধুনিক রেডিয়েশন থেরাপি ও সহানুভূতিপূর্ণ যত্নের সংমিশ্রণ ঘটিয়ে ক্যানসার ও বিনাইন টিউমারের চিকিৎসায় সবথেকে নিরাপদ ফলাফল প্রদান করা হয়।
এই বিভাগের চিকিৎসকরা হলেন দেশের সবথেকে স্বীকৃত ও দক্ষ রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সাথে সহযোগিতা করেন যোগ্যতাসম্পন্ন মেডিক্যাল ফিজিসিস্ট, রেডিয়েশন থেরাপি টেকনোলজিস্ট ও নার্সেরা, যারা উচ্চমানের ক্যানসার পরিষেবা প্রদানে সদা প্রচেষ্ট থাকেন।
এই বিভাগের রেডিয়েশন অঙ্কোলজি পরিষেবাগুলি হল-
এই বিভাগ সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াম, মাথা ও গলা, স্তন, খাদ্যনালী ও অন্যান্য স্থানে সর্বাধুনিক ব্র্যাকিথেরাপি সম্পাদন করতে পারে।
4. বোন ম্যারো ট্রান্সপ্লান্ট
মাইলোমা, লিউকেমিয়া ও লিম্ফোমার মত নির্দিষ্ট প্রকারের ক্যানসার অস্থি মজ্জা ধ্বংস করে দিতে পারে। সেক্ষেত্রে, অস্থি মজ্জা সুস্থ রক্ত কণিকা উৎপন্ন করতে পারবে না। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার মাধ্যমে ত্রুটিপূর্ণ অস্থি মজ্জা প্রতিস্থাপিত করা হয়, রোগীর নিজের দেহ থেকে (অটোলগাস ট্রান্সপ্ল্যান্ট) অথবা একজন দাতার সুস্থ কোষ নিয়ে (অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট)। মনিপাল হসপিটালের হেমাটো-অঙ্কোলজি বিভাগ মাল্টিপল মাইলোমা ও লিম্ফোমা রোগীদের জন্য অটোলগাস ট্রান্সপ্লান্ট করতে এবং সেইসঙ্গে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেও অত্যন্ত অভিজ্ঞ।
Warning signs are:
A change in bowel or bladder habits
A sore that doesn’t heal
Unusual bleeding or discharge from any opening in the body
Unexplained weight loss and loss of appetite
Difficulty in swallowing or chronic indigestion
An obvious change in a wart or mole
A nagging cough or persistent hoarseness of voice
If you notice any of the symptoms, visit the best cancer treatment hospital in Delhi.