SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'laparoscopic-sleeve-gastrectomy-lsg' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '5' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
Appointment
Emergency
Book Appointments & Health Checkup Packages
ল্যাপারোস্কোপিক স্লীভ গ্যাস্ট্রেক্টমি হল ওজন কমার একটি সার্জারিগত পদ্ধতি। স্লীভ গ্যাস্ট্রেক্টমির প্রয়োজন হবে এমন সমস্যাগুলি হল:
o অসুস্থতা সহ স্থূলতা (বডি মাস ইনডেক্স (বিএমআই) ≥35)
o স্থূলতা সম্পর্কিত রোগ
o তীব্র ক্ষুধাবোধ সহ ব্যক্তি যাদের প্রচুর খাওয়াদাওয়া করতে হয়
স্লীভ গ্যাস্ট্রেক্টমি আপনার পেটে একাধিক জায়গায় সূক্ষভাবে কাটার জন্য ল্যাপারোস্কোপি/ রোবোটিক্স ব্যবহার করে। পাকস্থলীর বেশীরভাগ অংশ (প্রায় 75%) বাদ দিয়ে এটিকে “স্লীভের” মত দেখতে হয় আর সেইজন্যই এই প্রক্রিয়ার নাম ‘স্লীভ গ্যাস্ট্রেক্টমি’। এই প্রক্রিয়ায়, অন্ত্রের একটি অংশ বাদ দেওয়া হয় অথবা পথ পরিবর্তন করা হয়। প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 1 ঘণ্টা সময় লাগে। সার্জারির পরে, খাদ্যগ্রহণ সীমিত রেখে ওজন কমানো হয়, ক্ষুধাবোধের হরমোন ‘গ্রেলিন’-এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে ক্ষিদে কমানো হয়
স্লীভ গ্যাস্ট্রেক্টমি আপনার পেটে একাধিক জায়গায় সূক্ষভাবে কাটার জন্য ল্যাপারোস্কোপি/ রোবোটিক্স ব্যবহার করে। পাকস্থলীর বেশীরভাগ অংশ (প্রায় 75%) বাদ দিয়ে এটিকে “স্লীভের” মত দেখতে হয় আর সেইজন্যই এই প্রক্রিয়ার নাম ‘স্লীভ গ্যাস্ট্রেক্টমি’। এই প্রক্রিয়ায়, অন্ত্রের একটি অংশ বাদ দেওয়া হয় অথবা পথ পরিবর্তন করা হয়। প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 1 ঘণ্টা সময় লাগে। সার্জারির পরে, খাদ্যগ্রহণ সীমিত রেখে ওজন কমানো হয়, ক্ষুধাবোধের হরমোন ‘গ্রেলিন’-এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে ক্ষিদে কমানো হয় এবং ক্ষিদের কষ্ট কমানো হয়। পাকস্থলী একটি ছোট পাউচে পরিনত হয়ে যায়, সেইজন্য এতে সীমিত পরিমাণ খাবারই ধরে। অল্প খাবার খাওয়ার পরেও পেট ভরে যাওয়ার অনুভূতি বোধ হয় আর কয়েক ঘণ্টা এই অনুভুতি বজায় থাকে। পাকস্থলীর কাজ অক্ষুণ্ণ থাকে আর পুষ্টি শোষণের কাজেও কোন বাধা পড়ে না। এই প্রক্রিয়ায় আপনার সামগ্রিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটে। স্লিপ অ্যাপনিয়া, হাইপারটেনশন, রক্তে কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিজ ইত্যাদি স্থূলতার সাথে সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণে থাকে। স্লীভ গ্যাস্ট্রেক্টমি সাধারণত নিরাপদ হয় আর পার্শ্ব-প্রতিক্রিয়াও কম থাকে। অনেক সময় কাটা জায়গায় সংক্রমণ বা রক্তপাত হতে পারে। সুতরাং, আরোগ্যলাভের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
সার্জারির ক্ষেত্রে রোবট ব্যবহারের সুবিধা হল:
o রোবট একটি স্পষ্ট 3D ভিউর সাথে আরও উন্নত, পরিষ্কার ও বড় চেহারা দেখতে সাহায্য করে
o ছোট করে কেটে সার্জারি সম্পন্ন করা যায়, ফলে দাগও ছোট হয়, সংক্রমণের ঝুঁকি কমে আর হাসপাতালেও কম থাকতে হয়, দ্রুত নিরাময় লাভ করা যায়
o চিংড়ির দাঁড়ার মত গ্রিপের সাহায্যে রোবোটিক সার্জারি বিভিন্ন ধরণের চলাচল ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা যায়
Home Delhi Bn Specialities Bariatric-surgery Laparoscopic-sleeve-gastrectomy-lsg